বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

লা-মাযহাবী, না কি পাগল!!!

                                                                      লা-মাযহাবী, না কি পাগল!!!
বেশ কিছু বিষয় নিয়ে, প্রায় সময় মুখামুখি হতে হয় লা-মাযহাবী বন্ধুদের। কিন্তু তাদের সাথে আলোচনার মাঝে একটা বিষয়ে ফুটে উঠে, আর তা হলো, তারা নিজেদেরকে মুজতাহিদ ভেবে, এমন অনেক কথা বলে, যা কোন ফকীহ বা মুহাদ্দীস বলেন নি! আমি সংক্ষেপে তাদের পাগল বলে সম্বোধন করি।
                                                     *** পাগল বলার প্রমাণ হলো এই....
আল্লামা সাইমারি (রহ.-৪৩৬) তার রচিত কিতাব ‘‘আখবারু আবি হানিফা ও আসহাবিহি’’ এর ১১০ নং ‍পৃষ্ঠায় লিখেন-

أخبار أبي حنيفة وأصحابه (ص: 110)
وَقَالَ زفر اني لست اناظر احدا حَتَّى يَقُول لقد أَخْطَأت وَلَكِن اناظره حَتَّى يجن قيل فَكيف يجن قَالَ يَقُول بِمَا لم يقلهُ اُحْدُ
অর্থ : ইমাম যুফার (রহ.) বলেন, কেউ ভুল স্বীকার করলেও তার সাথে আমি ইলমী আলোচনা করতে থাকি, যতক্ষণ না সে পাগল হয়ে যায়। তাঁকে জিজ্ঞাসা করা হলো, কী ভাবে পাগল হয়? তিনি উত্তর দিলেন, এমন মতামত পেশ করে, যা কেউ কখনও বলেনি।
  আল্লাহ তায়ালা আমাদেরকে মাযহাব ত্যাগের অভিশাপে, এই সব পাগলামী থেকে হেফাযত করুন। আমীন
ইতি মুফতী মো. ছানা উল্লাহ
প্রধান মুফতী ও গবেষক
মারকাযুল ইসলাহ, বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন