❀ প্রশ্ন : পবিত্র কোরআনের বেশ কিছু কপিতে সূরায় “তাওবা” এর শুরুতে “ أعوذ بالله من النار، ومن شر الكفار، ومن غضب الجبار، العزة لله ولرسوله وللمؤمنين ” এই দোয়াটি পাওয়া যায়। অনেকেই উক্ত দোয়ার বিভিন্ন ফযিলত বলে থাকেন। আবার কেউ কেউ বলে থাকেন যে, সূরায়ে তাওবা এর শুরুতে বিসমিল্লাহ.. নেই, তাই উক্ত দোয়াটি পড়তে হয়।
এখন আমার জানার বিষয় হলো, কোরআন ও সুন্নাহের মাঝে এর কোন ভিত্তি রয়েছে কি?
❀ উত্তর : কোরআন ও সুন্নাহ এর মাঝে এর কোন ভিত্তি পাওয়া যায় না।