প্রশ্ন করুন

আচ্ছালামু ‘আলাইকুম ওয়ার‘হমাতুল্লাহি ওয়া বারকাতুহ
প্রিয় মুসলিম ভাই-বোনেরা! ইসলামী শরী‘আহ বিষয়ক যে কোন ধরনের সমস্যার সমাধান পেতে আপনার প্রশ্নগুলো নিম্নের ই-মেইল এড্রেসে পাঠিয়ে দিন। ইনশা-আল্লাহু তা‘আলা আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করব আপনাদের সকল সমস্যার যুপোযুগি সমাধান দিতে। ধন্যবাদ

প্রশ্ন করার নিয়মাবলীঃ

     দয়া করে আপনার নাম, অবস্থানের দেশ, মোবাইল নাম্বর, প্রশ্নের বিষয় এবং বিস্তারিত প্রশ্ন লিখে পাঠান।

সরাসরি জানতে কল করুন-
মুফতী মোঃ ছানা উল্যাহ- +8801811357742 [ বাংলাদেশ সময় আসরের পর থেকে নিয়ে এশা পর্যন্ত] অতিব জরুরী মাসয়ালা হলে যেকোন সময় কল করা যাবে।

মৌখিক প্রশ্নোত্তরে জরুরী জ্ঞাতব্য বিষয়ঃ
১. সালাম বিনিময় করুন।
২. প্রশ্ন করার পূর্বেই সংক্ষেপে নিজের নাম ও ঠিকানা দিন।
৩. প্রশ্ন করার পূর্বেই প্রশ্নটি গুছিয়ে ঠিক করে রাখুন।
৪. সংক্ষেপে মূল বক্তব্যটি উপস্থাপন করুন।
৫. অযথা ও অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না।
বিঃ দ্রঃ  উত্তর পেতে তাড়াহুড়া করবেন না। প্রয়োজন হলে দ্বিতীয়বার কল করে উত্তর জেনে নিন।
জাযাকুমুল্লাহ...
উত্তর প্রদানে-মুফতী মোহাম্মাদ ছানা উল্লাহ
ই-মেইল-  mmsanaullah91@gmail.com

1 টি মন্তব্য:

  1. পবিত্র কুরআন শরীফের কোন আয়াত পাঠ করার পর ছদাকল্লাহুল আজিম বলা যাবে কিনা ?

    উত্তরমুছুন