❏ প্রত্যেক দিন খবর দেখলেই দেখা যায়, পৃথীবির কোথাও না কোথাও অগ্নি সংযোগে মৃত্যু, বিল্ডিং ধ্বসে মৃত্যু, লঞ্চ ও জাহাজ ডুবে মৃত্যু, কুপে পড়ে মৃত্যু, বিষাক্ত প্রাণীর ছোবলে মৃত্যুসহ নানা অপমৃত্যু খবর দেখতে পাই।
❀ আমরা সকলেই উক্ত খবর পড়ে দুঃখ প্রকাশ করি ও দোয়া করি। এছাড়া আর কিছুই করার থাকে না। কিন্তু আমাদের কি জানা আছে? আমাদের প্রিয় নবী (সা.) বিশুদ্ধ হাদীস এর মাধ্যমে, আমাদেরকে এই সব অপমৃত্যু থেকে বাঁচার দোয়া শিখিয়ে গিয়েছেন?
❖ হযরত আবূল ইয়াসার (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) এভাবে দু‘আ করতেন :-
1552 سنن أبي داود (2/ 92)
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، عَنْ صَيْفِيٍّ، مَوْلَى أَفْلَحَ، مَوْلَى أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي الْيَسَرِ، أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»ا»،
❀উচ্চারণ : ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল হাদমি ওয়া আ‘ঊযুবিকা মিনাত্ তারাদ্দী ওয়া আ‘ঊযুবিকা মিনাল গরাকি ওয়াল হারক্বি ওয়াল হারামি ওয়া আ‘ঊযুবিকা আন্ ইয়াতাখব্বাত্বানিশ্ শায়ত্ব-নু ‘ইন্দাল মাওতি ওয়া আ‘ঊযুবিকা আন্ আমূতা ফী সাবীলিকা মুদবিরান ওয়া আ‘ঊযুবিকা আন্ আমূতা লাদীগা-’’
❀ অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই [আমার ওপর] কিছু ধসে পড়া হতে। আমি তোমার কাছে আরও আশ্রয় চাই উপর হতে পড়ে যাওয়া থেকে, আমি তোমার কাছে আশ্রয় চাই পানিতে ডুবা, আগুনে পোড়া ও বার্ধক্য হতে। আরো আশ্রয় চাই তোমার কাছে মৃত্যুর সময় শয়তানের প্ররোচনায় নিমজ্জিত হওয়া থেকে। আর তোমার পথ হতে পৃষ্ঠপ্রর্দশন [জিহাদের ময়দান হতে পিছ পা] অবস্থায় মৃত্যুবরণ করা হতেও আশ্রয় চাই। আরো আশ্রয় চাই দংশিত হয়ে মৃত্যুবরণ করা হতে। আবু দাউদ খন্ড-০২, পৃষ্ঠা-৯২, হাদীস নং-১৫৫২।
❀ হাদীস এর মান ও প্রমাণ সূত্র :
০১।মুসতাদরাকে হাকেম খঃ-১/৭১৩ হাদীস নং-১৯৪৮ ইমাম হাকেম (রহ.) মৃত্যু-৪০৫হি., তার উক্ত গ্রন্থে হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন।
০২। সুনান আন-নাসায়ী খঃ-৮/২৮২ হাদীস নং-৫৫৩১, আস-সুনানুল কুবরা খঃ-৭/২৩৮ হাদীস নং-৭৯১৭, দুটি গ্রন্থ ইমাম নাসায়ী (রহ.) মৃত্যু-৩০৩হি., কর্তৃক রচিত।
০৩। মুসনাদ আহমেদ খঃ-২৪/২৮১ হাদীস নং-১৫৫২৩ ইমাম আহমাদ ইবনে হামবল (রহ.) মৃত্যু-২৪১হি. কর্তৃক রচিত।
০৪। আল-মুযামুল কাবীর খঃ-১৯/১৭০ হাদীস নং-৩১৮, আদ-দোয়া লিত-তাবরানী পৃ.-৪০৬হাদীস নং-১৩৬৩, দুটি গ্রন্থ ইমাম তাবরানী (রহ.) মৃত্যু-৩৬০হি. কর্তৃক রচিত।
৫। আল-আহাদ ওয়াল মাসানী খঃ-০৩/৪৬০ হাদীস নং-১৯১৯, আল জিহাদ খঃ-২/৬৩৭ হাদীস নং-২৬৯ দুটি গ্রন্থ ইমাম ইবনে আবি আসেম (রহ.) মৃত্যু-২৮৭হি. কর্তৃক রচিত।
৬। সহীহ আবু দাউদ খঃ-৫/২৭৪ হাদীস নং-১৩৮৮ শায়খ আলবানী মৃত্যু-১৪২০হি. কর্তৃক রচিত গ্রন্থেও উক্ত হাদীসটি “সহীহ”(বিশুদ্ধ) বলে উল্লেখ করেছেন।
এছাড়াও হাদীস গ্রন্থের অসংখ্য কিতাবে উক্ত হাদীসটি উল্লেখ রয়েছে।
❀ হাদীসে বর্ণিত শব্দের বিশ্লেষন:
هدم : কোন স্থাপনা ধ্বসে পড়া । উক্ত হাদীসে কোন বিল্ডিং অথবা স্থাপনার নিচে পড়ে মৃত্যু থেকে আশ্রয় চাওয়াকে বুঝানো হয়েছে।
تردى : কোন উচ্চ স্থান থেকে পড়ে মৃত্যুকে বুঝানো হয়েছে, যেমন পাহাড় ও ছাদ থেকে পড়ে মৃত্যু বরণ করা অথবা কোন নিচু স্থান তথা কূপে পড়ে মৃত্যুকেও বুঝানো হয়েছে।
غرق : পানিতে ডুবে মৃত্যুকে বুঝানো হয়েছে।
حرق : আগুনে পুড়ে মৃত্যুকে বুঝানো হয়েছে।
هرم : অধিক বার্ধক্যজনিত মৃত্যু অর্থাৎ যে বয়সে পৌছালে, বয়োবৃদ্ধ, মানসিক বিকৃতি, দুর্বলমনস্কতা ও অন্যের উপর নির্ভর হয়ে চলতে হয়, এমন মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে।
ان يتخبطنى الشيطان عند الموت : মৃত্যুর সময় শয়তানের প্ররোচনায় নিমজ্জিত হয়ে (বিকৃত মস্তিষ্ক ও ধর্ম পরিবর্তন করে মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। কেননা অপর একটি বশুদ্ধ হাদীসে এসেছে যে, “শেষ ভালো যার সব ভালো তার” অতএব, আমরা মৃত্যু মুহুর্তে শয়তানের প্ররোচনায় নিমজ্জিত না হয়ে মৃত্যু বরন করি ও জান্নাত বাসি হতে পারি তার জন্য আশ্রয় চাওয়া উচিৎ।
لديغا : বিচ্ছু অথবা সাপের মাধ্যমে দংশিত হয়ে মৃত্যু বরণ করাকে বুঝানো হয়েছে।
***আওনুল মাবুদ খঃ-৪/২৮৭ আল্লামা আযিম আবাদী (রহ.) মৃত্যু-১৩২৯হি. কর্তৃক রচিত।
***হাশিয়াতুস সিন্দী আলা সুনানিন-নাসায়ী খঃ-৮/২৮২ ইমাম নুরুদদ্বীন আস-সিন্দী (রহ.) মৃত্যু-১৩৩৮হি. কর্তৃক রচিত।
✔ মহান আল্লাহ তায়ালা আমাদেরকে তাহকীক (বিশ্লেষন) যেনে আমল করার তাওফীক দান করুন (আমীন)।
✍ মুফতী সানা উল্যাহ
প্রধান মুফতী ও গবেষক
মারকাযুল ইসলাহ, বাংলাদেশ।
০৮-০৮-২০২১ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন