মুফতী মোহাম্মাদ ছানা উল্লাহ
(প্রধান মুফতী ও গবেষক - উচ্চতর ইসলামী গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান ‘‘মারকাযুল ইসলাহ, বাংলাদেশ’’)
সংক্ষিপ্ত পরিচিতি : শৈশবকাল থেকে ১৫ বছর পড়াশুনা করে দাওরায়ে ‘হাদীস (কামিল/মাষ্টার্স) শেষ করি, পুণরায় জীবনের দীর্ঘ সময় ব্যয় করে ‘উলূমুল-‘হাদীস (PHD Of Hadith) ইফতা (PHD Of Islamic Law) ও তাফসীর (PHD Of Qura-n) নিয়ে বেশ কিছু নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পড়াশুনা করি। বর্তমানে কিছু প্রতিষ্ঠানে উক্ত বিভাগগুলোতে অধ্যাপনায় আছি। বাকি সময় “মারকাযুল ইসলাহ, বাংলাদেশ” এ বর্তমান পরিস্থিতির জটিল জটিল বিষয়গুলো নিয়ে গবেষনায় নিজেকে ব্যস্ত রাখি।
আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী যেন মহান রব্বুল ‘আলামীন উম্মাতে মুসলিমাহ্ এর সামনে স‘হীহ ও সঠিক দ্বীনকে তুলে ধরতে পারি। আল্লাহ তা‘আলা আমাকে ও আপনাকে তথা সকল উম্মাতে মুসলিমাহকে সঠিক দ্বীন জানার এবং তদানুযায়ী ‘আমল করার তাওফীক দান করেন। আমীন
আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী যেন মহান রব্বুল ‘আলামীন উম্মাতে মুসলিমাহ্ এর সামনে স‘হীহ ও সঠিক দ্বীনকে তুলে ধরতে পারি। আল্লাহ তা‘আলা আমাকে ও আপনাকে তথা সকল উম্মাতে মুসলিমাহকে সঠিক দ্বীন জানার এবং তদানুযায়ী ‘আমল করার তাওফীক দান করেন। আমীন
ওয়ামা তাওফীক্বী ইল্লা- বিল্লা-হ...
আনাস বিন মালেক এর দোয়ার বই কোথায় পাবো? কিভাবে পাবো?
উত্তরমুছুন