সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫

আপনি কি স্বপ্নে দেখার পর ভুলে যাচ্ছেন ?

 আপনি কি স্বপ্নে দেখার পর ভুলে যাচ্ছেন?

আপনি কি স্বপ্নে দেখার পর ভুলে যাচ্ছেন তাহলে এই দোয়া পড়ুন- 


«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رُؤْيَا صَالِحَةً، صَادِقَةً غَيْرَ كَاذِبَةٍ، نَافِعَةً غَيْرَ ضَارَّةٍ وحافظة غير ناسيئة
» 



কেননা হাদীস শরীফের মাঝে এসেছে আম্মাজান আয়েশা (রা.) ঘুমানো পূর্বে এই দোয়া পড়তেন। তার অর্থ হলো-হে আল্লাহ তোমার নিকট ভাল ও সত্য স্বপ্ন দেখার ইচ্ছা রাখি, যাহা মিথ্যা হইবে না, উপকারী হইবে যাহা ক্ষতিকর হইবে না, স্মরণ থাকিবে যাহা ভুলিয়া যাইবে না। (আর এই দোয়া পড়ার দ্বারা আপনি ভালো স্বপ্ন দেখতেও সক্ষম হবেন, যা নবুওয়াতের 60 ভগের এক ভাগ)। এখন দেখুন হাদীসটি আরবী ভাষায়-

  

عمل اليوم والليلة لابن السني (ص: 671)

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، ثنا ابْنُ وَهْبٍ، ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، وَجَابِرُ بْنُ إِسْمَاعِيلَ، وَابْنُ لَهِيعَةَ [ص:672]، عَنْ عُقَيْلٍ، ح وَحَدَّثَنِي بَكْرُ بْنُ أَحْمَدَ، ثنا أَبُو إِسْمَاعِيلَ التِّرْمِذِيُّ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ، ثنا عَقِيلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ إِذَا أَرَادَتِ النَّوْمَ تَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رُؤْيَا صَالِحَةً، صَادِقَةً غَيْرَ كَاذِبَةٍ، نَافِعَةً غَيْرَ ضَارَّةٍ» وَكَانَتْ إِذَا قَالَتْ هَذَا قَدْ عَرَفُوا أَنَّهَا غَيْرُ مُتَكَلِّمَةٍ بِشَيْءٍ حَتَّى تُصْبِحَ، أَوْ تَسْتَيْقِظَ مِنَ اللَّيْلِ

আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তাউফিক দান করুন আমীন।

প্রমান সূত্র-আল হুলমুল কাবীর লি ইবনে সিরীন-21, আমালুল ইয়াওমি ওয়াল লাইলা লি ইবনেস সুন্নি-671 ইত্যাদি

মুফতী মো. সানা উল্যাহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন