‘‘যে ফেৎনা ফাসাদের যুগে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, তার জন্য রয়েছে একশত শহীদের সাওয়াব’’ এ হাদীস এর তাহকীক।
✏ গত এক মাসের মাঝে নিন্মে হাদীসটি নিয়ে একধিক ভাই প্রশ্ন করেছেন ‘‘যে ফেৎনা ফাসাদের যুগে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, তার জন্য রয়েছে একশত শহীদের সাওয়াব’’ এ হাদীসটি কতটুকু সহীহ বা কোন কিতাবে উল্লেখ আছে?
আসুন প্রথমে আমরা সনদ বা সূত্রসহ হাদীসটি দেখি-
01 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) এর সূত্রে-
❶ الكامل (3/ 174)
حَدَّثَنَا
عَبد اللَّه بْنُ مُحَمد بْنِ مُسْلِمٍ، حَدَّثَنا الْحَسَنُ بْنُ إبراهيم البياضي،
حَدَّثَنا الحسن أبو علي المدائني، حَدَّثَنا عَبد الْخَالِقِ بْنِ الْمُنْذِرِ، عنِ
ابْنِ أَبِي نُجَيْحٍ عَنْ مُجَاهِدٍ، عنِ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ قَالَ مَنْ تَمَسَّكَ
بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أمتي فله أجر مِئَة شَهِيدٍ.
অর্থ : হযরত ইবেন আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় রাসূল (সা.) বলেছেন ‘‘যে ফেৎনা ফাসাদের যুগে আমার সুন্নাতকে আকঁড়ে ধরবে, তার জন্য রয়েছে একশত শহীদের সাওয়াব’’।
02 হযরত আবূ হুরায়রা (রা.) এর সূত্রে-
❷ المعجم الأوسط (5/ 315)5414 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَيْثَمَةَ قَالَ: ثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحٍ الْعَدَوِيُّ قَالَ: ثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُتَمَسِّكُ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي لَهُ أَجْرُ شَهِيدٍ»
অর্থ : হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন যে, ‘‘ফেৎনা ফাসাদের যুগে আমার সুন্নাতকে আকঁড়ে ধারনকারী, শহীদের সাওয়াব পাবে’’।
প্রমাণ সূত্র : আযযুহদুল কাবীর লিল বায়হাকী-1/118 হাদীস-207, আল কামেল-3/174, আত্ তারগীর ওয়াত তারহীব লিল মুনযীরি-1/41 হাদীস নং-65, আমালি লি ইবনে বুশরান-পৃ.-218, হাদীস-501, আল মুত্তাজিরুর রাবে লিদ দিমইয়াতী-325, মিযানুল ইতেদাল লিয যাহাবী-1/519, তারিখুল ইসলাম লিয যাহাবী-15/118, মেশকাতুল মাসাবীহ-1/62, হাদীস-176, তাখরীজু মেশকাতুল মাসাবীহ লি ইবনে হাজার-1/136, লিসানুল মিযান-2/346, লাওয়ায়েহুল আনওয়ারুস সুন্নিয়া-01/201 ।
❏ আল মুজামুল আওসাত-5/315, হাদীস-5414, হিলয়াতুল আওলীয়া লি আবূ নুয়াইম-8/200, আল ইবানাতুল কুবরা লি ইবনে বাত্তা-1/342 হাদীস-212, আল ফাতহুল কাবীর লিস সূয়ূতী (রহ.) 3/242, হাদীস-12530, কানযূল উম্মাল-1/184, হাদীস-936, জামউল ফাওয়ায়েদ লির রাদানী-1/32 হাদীস-142, মাজমাওজ জাওয়ায়েদ-1/172, হাদীস-800 ইত্যাদি