রজব ও শবে মে’রাজের ফাযায়েল নিয়ে কিছু ভিত্তিহীন হাদীস
বর্তমানে আমাদের সমাজে কিছু লোক বের হয়েছে যারা রজব ও শবে মে’রাজ নিয়ে বিভিন্ন ভিত্তিহীন হাদীস উপস্থাপনা করে সাধারণ উম্মতকে বিভ্রান্তির মাঝে লিপ্ত করছে। আসুন আজকে আমরা এ সংক্রান্ত কিছু হাদীস ও তার মান জেনে নিই।
░▒▓█►০১. হযরত আনাস (রা.) থেকে বর্ণিত-
فضائل الأوقات للبيهقي (ص: 90)
8 - أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ بْنُ أَحْمَدَ بْنِ سَلْمَانَ [ص:91] الْفَقِيهُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رِزْقٍ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عِمْرَانَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ فِي الْجَنَّةِ نَهْرًا يُقَالُ لَهُ: رَجَبٌ، أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ، مَنْ صَامَ مِنْ رَجَبٍ يَوْمًا سَقَاهُ اللَّهُ مِنْ ذَلِكَ النَّهْرِ "
❏ অর্থ : হযরত আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) এরশাদ করেন, নিশ্চয় জান্নাতে একটি নদী আছে যার নাম রজব। এই নদীর পানি দুধের চেয়ও শুভ্র এবং মধুর চেয়েও মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে একদিন রোযা রাখবে আল্লাহ তায়ালা তাকে ঐ নদীর পানি পান করাবেন। ফাযায়েলুল আওকাত লিল বায়াহাকী-৯০, হাদীস-১১।