মাহে রমজানের ফযিলতের লক্ষে রজব থেকেই যে দোয়া পড়তে হয়
(এ বৎসর ২১ এপ্রিল ২০১৫ইং থেকে রজব মাস শুরু)
❖মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ বরকতময় মাস হলো ‘মাহে রমজান’। তাই ইসলামে রয়েছে, রমজান আসার পূর্বেই তার বরকতের জন্য দোয়া করার বিধান। তাহলে আসুন আমরা সকলেই উক্ত দোয়াটি তাহকীক এর সাথে জেনে আমল করার চেষ্টা করি....
✏ হাদীস শরীফের মাঝে এসেছে-
وقد روى البيهقى رحمه الله تعالى فى شعب الإيمان (5/ 348)
3534 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ الْمُؤَمَّلِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُحَمَّدٍ الشَّعْرَانِيُّ، حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا زِيَادٌ النُّمَيْرِيُّ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ، قَالَ: " اللهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ "
❁ অর্থ : হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রজব মাস শুরু হতো রাসূলুল্লাহ (সা.) «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ» দোয়াটি পড়তেন। (অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন)।