বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

আপনি কি ব্যাংক, ফ্যাক্টরী, ইন্ডাষ্ট্রি, বাসা বাড়ী ইত্যাদীর মাঝে অগ্নিসংযোগসহ যে কোন মহা বিপদের জন্য আতংকিত? তাহলে নিন্ম দোয়াটি পড়ুন....

 আপনি কি ব্যাংক, ফ্যাক্টরী, ইন্ডাষ্ট্রি, বাসা বাড়ী ইত্যাদীর মাঝে অগ্নিসংযোগসহ যে কোন মহা বিপদের জন্য আতংকিত? তাহলে নিন্ম দোয়াটি পড়ুন....

عمل اليوم والليلة لابن السني (ص: 54)
57 - أَخْبَرَنَا ابْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْأَغْلَبُ بْنُ تَمِيمٍ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ فُرَافِصَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: يَا أَبَا الدَّرْدَاءِ، قَدِ احْتَرَقَ بَيْتُكَ. قَالَ: مَا احْتَرَقَ، اللَّهُ عَزَّ وَجَلَّ لَمْ يَكُنْ لِيَفْعَلَ ذَلِكَ؛ لِكَلِمَاتٍ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَنْ قَالَهُنَّ أَوَّلَ نَهَارِهِ لَمْ تُصِبْهُ مُصِيبَةٌ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَالَهَا آخِرَ النَّهَارِ لَمْ تُصِبْهُ مُصِيبَةٌ حَتَّى يُصْبِحَ : «اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، عَلَيْكَ تَوَكَّلْتُ، وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، مَا شَاءَ اللهُ كَانَ، وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ»


✏ অর্থাৎ : হযরত তালক ইবনে হাবীব (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আবূ দারদা (রা.) এর কাছে এসে বলল, হে আবূ দারদা! তোমার ঘর পুড়ে গিয়েছে। আবূ দারদা (রা.) জবাবে বললেন, না আমার ঘর পুড়ে নাই, মহান আল্লাহ তায়ালা আমার ঘর পুড়াবেন না, কেননা আমি রাসূলুল্লাহ (সা.) থেকে কিছু বাক্য শুনেছি। তিনি বলেছেন, যে  ব্যক্তি সকাল বেলায় উক্ত কালিমা (দোয়া) পড়বে সন্ধা পর্যন্ত তাকে কোন মসিবত বা বিপদ স্পর্শ করবে না, আর যে সন্ধায় পুনরায় পড়বে তাকে সকাল পর্যন্ত কোন মসিবত স্পর্শ করবে না। (সুবহানাল্লাহ) দোয়াটি হলো এই-
«اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، عَلَيْكَ تَوَكَّلْتُ، وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، مَا شَاءَ اللهُ كَانَ، وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ»
❖ প্রমাণ সূত্র : আমালুল ইয়াওমি ওয়াল লাইলা লি ইবনুস সুন্নি-৫৪ হাদীস-৫৭, দালায়েলুন নুবুয়্যাহ লিল বায়হাকী-৭/১১৩, আল আসমা ওয়াস সিফাত লিল বায়হাকী-১/৪২৩, হাদীস-৩৪৪, যাদুল মায়াদ-২/৩৪৩, আল মুনতাকী-১/১৯৪, হাদীস-৪৬১, মুকারিমুল আখলাক লিল খারায়েতী-১/১৮৩, হাদীস-৮৬৮, কানযুল ওম্মাল-২/৬৩৮, হাদীস-৪৯৬০, মুসনাদুল হারেস-২/৯৫৩, হাদীস-১০৫২, ইত্তেহাফুল খায়রাতিল মাহরাহ-৬/৩৯৮, হাদীস-৬০৮৭, আদ দোয়াউ লিত তাবরানী-১২৮, হাদীস-৩৪৩।

✿ উল্লেখ্য যে, উক্ত হাদীসটি দালায়েলুন নুবুয়্যাহ, আল আসমা ওয়াস সিফাত ইত্যাদি গ্রন্থের বর্ণনায় এসেছে, হযরত আবূ দারদা (রা.) কে প্রথমত দুইজন ব্যক্তি সংবাদ দিয়েছে আর তিনি প্রতি উত্তরে বলেছেন না আমার ঘরে আগুন ধরেনি। তৃতীয় ব্যক্তি এসে বললো আপনার এলাকায় অগ্নি সংযোগ হয়েছে কিন্তু আপনার ঘর পর্যন্ত এসে নিভে গিয়েছে, তিনি বললেন হ্যাঁ ঠিক আছে কেননা..........বাকি ঘটনা পূর্বের ন্যায়। 

❀ হাদীসটির মান : 
উক্ত হাদীসটিকে আল্লামা আমেরী তার রচিত কিতাব ‘‘বাহজাতুল মাহাফেল ওয়া বাগইয়াতুল আমাসেল ফি তালখিসিল মুজেযাতে ওয়াস সিয়ারে ওয়াশ শামায়েল’’ এর ২০/৩৮৫ এর মাঝে উল্লেখ করে বলেন-
بهجة المحافل وبغية الأماثل (2/ 385)
فهذه جملة الاحاديث المنتخبة من كتب الاحاديث المعتمدة فيها الصحيح والحسن وما يقاربهما وليس فيها حديث موضوع والله أعلم.
অর্থ :  উক্ত কিতাবে রচিত, হাদীসের বাক্যগুলো বিভিন্ন নির্ভরযোগ্য হাদীস এর কিতাব থেকে সংকলিত যে গুলোর মাঝে সহীহ অথবা হাসান অথবা এর কাছাকাছি হাদীস রয়েছে, কিন্তু এর মাঝে কোন মাওজু বা জাল হাদীস নেই। والله أعلم.
প্রকৃত পক্ষে হাদীসটি একাধিক ইমামগণ যয়ীফ বলেছেন-
 (دلائل النبوة للبيهقي محققا (7/ 122)
[ (3) ] ذكره ابن السني في اليوم والليلة (20- 21) ، وسنده ضعيف.

((নির্ভরযোগ্য ইমামদের মত অনুসারে  ফাযায়েলের ক্ষেত্রে  যয়ীফ হাদীসের উপর আমল করা যায়।)) 

কেননা উক্ত হাদীস এর সূত্রের মাঝে একজন বর্ণনাকারী আছেন ‘‘আগলাব ইবনে তামীম’’ তাকে ইমাম নাসায়ী, উকাইলী, সাজী, ইবনুল জারুদসহ কতক ইমাম যয়ীফ বলে জারাহ করেছেন। লিসানুল মিযান লি ইবনে হাজার-২/২১৫, জীবনী নং-১৩১০। আহলে হাদীস ভাইদের মহাগুরু শায়খ নাসীর উদ্দীন আলবানী মুহাদ্দীসিনে কেরাম থেকে আরেক ধাপ এগিয়ে বলেছেন, উক্ত হাদীসটির সনদ এর মাঝে ‘‘হাজ্জাজ ইবন ফুরাফেছা’’ এর মাঝেও কিছু দুর্বলতা রয়েছে। সিলসিলাতুয যয়ীফা-১৩/৯৪০, হাদীস-৬৪২০।

✔ মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক আমলের মাধ্যমে জীবন যাপন করার তাওফীক দান করুন। আমীন

 ইতি মুফতী মো. ছানা উল্লাহ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন